Decay of the VBU Alumni

The gradual degradation of Rabindranath’s dream institution, Visva Bharati, has been ongoing for many generations now. It started while Tagore himself was alive but getting too old to oversee all details of administration and had to depend on others. He also saw the financial crisis looming, since he himself was no more able to take Santiniketan students for cultural performance across the nation to raise funds to run the University. He did request Gandhi to help take care of Santiniketan, but I am certain it pained him to do so, because the request essentially meant that he believed VBU would be unable to stand on its own feet and raise funds for its own affairs.

Many famous overseas Universities do not depend on Government funds, but are financed with a combination of help from its financially successful alumni, fees paid by students, and private investment. But Visva Bharati was unable to reach that status for multiple reasons, one of them being the failure of the extents to engage constructively in this very important field and the disinclination of the wealthy industrialists to be involved in the University after Tagore was gone.

Research scholars will add their study on this subject, but part of the problem was – for a lot of selfish people high and low, public funding of the University under the central government was seen as a cash cow that was ideal for milking.

That Visva Bharati was becoming an unproductive milk cow kept fat with public money, became the primary identity of the university. Tagore dreams became expendable.

The overall rot may have multiple roots, but one of them, the negative contribution of its Alumni class, rarely gets discussed. Generations of corrupt, inept people have turned the place into a rats nest. The University administration is well aware of it and the topic is out in papers and TV for quite some time now. Most things are now public, except one – how destructively inept and unprofessional the vaunted Exstudent community itself has been.

That story, of the Rabindra-chanting Practoni Alumni group, is the subject of this blog, representing my own point of view with just a few personal experiences on how I came to this conclusion a long time ago, and have on occasion expressed by views and suggestions to the authorities, both local to the Vice Chancellor and the federal government, through the Chancellor.


 

I am contemplating on sharing this blog, but believe people deserve to know the alternate views of the affairs of the place, since public funds are involved in the running of the University.

I have great respect for my elders including Anandarup Ray, Srila Chatterjee, Alo Roy and others. Our family has known their family for multiple generations. I regret that this blog and my video might highlight areas where I found their conduct not suitable for any institution or group that is aimed at promoting Rabindranath Tagore’s efforts and goals.

Any human can make mistakes. Greatness comes from acknowledging it and correcting the mistakes, and not putting the mistakes under a blanket or defending the mistakes.

At the final count, these elders while all are notable, respectable, but they are not above Tagore. I cannot support anyone, even myself, above Tagore when it comes to Visva Bharati University. It would have been good if we all can acknowledge past mistakes, say sorry to each other, and bring closure to the issue, instead of harbouring ill will and letting Tagore’s vision continue to be degraded by selfishness and pettiness.

বিশ্ববিদ্যালয় আজ অসুস্থ – রবীন্দ্রনাথের আশা আকাঙ্ক্ষা অভিলাষের কবরখানা।আদর্শ বিশ্বনাগরিকের বদলে স্বার্থপর, দুশ্চরিত্র, শ্রমবিমুখ জনসংখ্যা তৈরির কারখানা, কিছু ব্যতিক্রম বাদে।

আমার নিরপেক্ষ বিচারে বিশ্বভারতীকে পুরোপুরি বন্ধ করা দরকার এবং নতুন সংবিধান নির্মাণ করার সময় এসেছে।এবিষয়ে আমি আচার্যকে দুবার চিঠি লিখেছি বেশ কিছু বছর আগে। সেগুলো শেয়ারও করা হয়েছে ফেসবুকে। তখন তার ওপর অন্যদের তেমন মন্তব্য দেখা যায়নি।

কিন্তু সেই খবর বর্তমানে আবার উল্লেখ করাতে শুনলাম কিছু প্রাক্তনীরা নাকি এমনই ছটপট করে উঠেছে যেন তাদের ল্যাজে কারুর পা পড়েছে। বিশ্বভারতীর কি অবস্থা তার বিচারের বদলে, শান্তনু মিত্রের চরিত্র চর্চা হয়ে গেল আলোচ্য বিষয়।

তাই ভাবলাম SASIর শুরুর গল্প থেকে শুরু করে শিল্পসদন ওবদি ঘটনা এবং সমাজকল্যানের অভিজ্ঞতা নিয়ে লিখি – এই প্রাক্তনীদের পরিচয় পত্র হিসেবে। এই প্রাক্তনীরা প্রচুর বড় বড় কথা হাওয়ায় ছোঁড়ে এবং অন্যদের সমালোচনা করা, নিন্দা করা, পাঁচিলে বসে উপদেশ দেওয়া কি করা উচিত অনুচিত তা নিয়ে পাণ্ডিত্ব জাহির করতে সদা অগ্রসর। কিন্তু নিজে কি করতে রাজি প্রশ্ন করলে কাউকে খুঁজে পাওয়া যায়না।

সদ্য পরলোকগত প্রাক্তন ছাত্র তাপস বোস, জিনি আমাকে সাহাজ্য করেছিলেন শিল্পসদনের ব্যাপারে – তার সঙ্গে কিছু বছর পরে ২০১৮ সালে এবিষয়ে আমার সঙ্গে রেকর্ডে কথা হয়, যেটা YouTube থেকে এখানে তুলে দেওয়া হল।

যেই লেখাটা নিয়ে শুনছি চায়ের কাপে ঝড় উঠেছে – সেটা এখানে দেওয়া হল – এটি আগের ব্লগে একবার তোলা হয়েছে আগেই।


 

ক্রমশঃ

Future of Visva Bharati University

There has been apparently conflicting news coming up regarding the future of Visva Bharati University.

One one side, there is the current vice Chancellor Bidyut Chakraborti, who reportedly stated that before he leaves (the university) steps would be taken to close it down.

On the other side, the central home minister Amit Shah has just announced details of their Bengal policy manifesto, which mentions effort to revive languishing Visva Bharati University.

Personally, I do not consider these two statements to be contradictory. In order to save Santiniketan from itself, the comatose institution needs to be operated upon, akin to an open heart surgery.

I had written a petter to the Prime Minister Narendra Modi in 2015 about my views, a copy of which is included here.

To: Sri Narendra Modi,
Prime Minister of India, Chancellor of Visva Bharati University
New Delhi
September 2nd, 2015


Subject : Visva Bharati University, Santiniketan, India

Honourable prime minister and chancellor of Visva Bharati University.

I an an India born and raised engineer and a citizen of Canada that has multi-generational link with Santiniketan. I was born there and I am an ex-student, and a life member of Santiniketan Asramit Sangha International (SASI) an NGO registered in the US.

My grand father was brought to Santiniketan more than a century ago by Rabindranath Tagore himself, to work on rural reconstruction and socio-economic development, seeking ways to cement caste-religion-ethnic harmony and cooperation among people of surrounding villages and self help work schemes to create firmer foundation for the nation over which a future India could erect its vistas and minarets. It is stated that Gandhi might have taken pointers from Santiniketan when creating his Asram in Gujarat .


I write this note to you with my observation that Visva Bharati today has been awash with people that do not share any of its original vision, do not contribute towards either creating a progressive society around the area or maintain a seat of learning of any calibre. The place is being used for all the wrong reasons, mainly for selfish job holders that cheat the tax payer and the nation by drawing a fat salary for doing nothing.  It is also awash in top to bottom corruption.

I believe the problems of Visva Bharati and Santiniketan may be rooted in a moral decay of the Bengali middle class itself, harsh though this might sound. Its think tank have lost its compass,  and has stopped being pathfinders for its people. This degradation started more or less with the end of Bengal’s golden age, in which Rabindranath Tagore may have been the last and among the brightest star.

It is my belief that the rot is so deep and wide that it would be near impossible to turn it around through any cosmetic facelift.

I would therefore request you to consider shutting down VBU for a decade or so, let everybody go home, protect the land and its property by the army, and take a decade before rebuilding it from scratch including creating a suitable constitution that could be a moral compass for Tagore’s views readjusted to the 21st century.

Harsh as this might sound, I feel it may be the only way one could preserve not just Tagore’s legacy, but in fact plant a fresh seed for a Bengal that has gone barren.


Thanking you
Santanu Mitra
10891 Cherry Lane, Delta, BC, V4E 3L7, Canada
email and phone.

Issues of Visva Bharati, Santiniketan, or vision of Tagore, unfortunately, are today on the sidelines of public dialog. Nobody cares any more, and Tagore’s world view has been on a steady decline for a long time. I believe the prime reason for this is that the Bengali diaspora, both local and international – never understood Tagore and were themselves incapable to absorbing Tagore beyond his songs and dances on a superficial meaningless way.

Therefore, since they themselves did not understand Rabindranath, they were ill-equipped to explain him to anybody else.

There are, however, a few marginal spaces on Facebook and elsewhere where a some people connected to Santiniketan and a notion of Tagore still hang around, and often parrot contemporary comments without too much substance. This is the general scene why Tagore does not generate any interest among outsiders. The discussions on Tagore are exceptionally stale, superficial and boring, instead of being groundbreaking, still universally relevant and dynamic.

I presented the following comment on one such platform, though I have no idea if it would be published, since not many actually have the stomach to digest criticism on themselves, while most are happy blaming the vice chancellor, whoever the unfortunate person at the time might be.

Tagore 1905

বিশ্বভারতীর ভবিষ্যত 

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে দুরকম খবর শোনা যাচ্ছে দুই স্তরের মুখপাত্রদের থেকে।

একদিকে উপাচার্য বিদ্যুত বাবু নাকি বলেছেন যে তাঁর যাবার আগে তিনি বিশ্বভারতীকে বন্ধ করার ব্যবস্থা করে যাবেন।  অন্য দিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বাবু ভাজপা দলের পশ্চিম বঙ্গের যে পরিকল্পিত কার্যসূচী ঘোষণা করেছেন, তাতে বিশ্বভারতীর উল্লেখ আছে এবং শান্তিনিকেতনে নতুন প্রাণসঞ্চার করার কথা বলা আছে। ইঙ্গিত আছে বিশ্বভারতীর ব্যক্তিত্বে আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা আবার ফিরিয়ে আনার চেষ্টার।

আমি বিদ্যুত বাবুর ও অমিত বাবুর এই দুটি উক্তিকে পরস্পরবিরোধী মনে করছি না। আমার নিরপেক্ষ বিচারে বিশ্বভারতীর ভিতে ঘুন ধরেছিল রবীন্দ্রনাথের শেষ জীবন থেকেই এবং তা রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন। তাঁর সৃষ্ট প্রতিষ্ঠান যে বিশ্বজনীন স্বাধীনচিন্তাবিদদের নীড় থাকবেনা এবং একাধিক অন্তর্মুখী, অকর্মণ্য, স্বার্থপর গোষ্ঠিরা এখানে আধিপত্য প্রতিষ্ঠিত করবে – তা আশংকা করেছিলেন।

শান্তিনিকেতনের অবিচ্ছিন্ন পতনের গোড়ায় হয়তো বাঙালির রবীন্দ্রনাথকে বোঝার অক্ষমতা ছিল। তাদের সীমিত দৃষ্টিতে বিশ্বজনীন মানবতার অর্থোদ্ধার করা হয়তো তাদের সাধ্যাতীত ছিল, প্রদীপের তলার অন্ধকারের মত। কিন্তু জেনেশুনে ওখানে ভ্রষ্টাচরণ, নিষ্ক্রিয়তা, স্বজনপোষণ, এবং কর্মচারী-শিক্ষক নির্বিশেষে সর্বস্তরে দুর্নীতির প্রতিষ্ঠান – এগুলো স্থানীয় জনসাধারণের বহু প্রজন্মের শান্তিনিকেতনকে দেওয়া উপহার। 

আমার মতে শান্তিনিকেতন-বিশ্বভারতীকে ধাপে ধাপে ক্রমবর্ধমান সংশোধনী পরিমাপ দিয়ে ফিরিয়ে আনা যাবেনা । বিশ্বভারতী point-of-no-return পেরিয়ে গেছে। আবার জীবন্ত করতে গেলে, রবি ঠাকুরের কথা ‘আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা’ মনে রেখে, একে কিছু বছরের জন্য পুরোপুরি বন্ধ করে সবাইকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। ‍দরকার বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের অঙ্কিত চিত্র অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ের পরিচয়, অনন্যতা ও গন্তব্যস্থল কি হওয়া উচিত তা বিশ্লেষণ করে তার জন্য এক নতুন সংবিধান লেখা।  তার পর দরকার একে এক ধারাবাহিক পরীক্ষাস্থল মনে করে চালানোর চেষ্টা করা। রবীন্দ্রনাথের নিজের ভাষায় – ‘এই ভারতের মহামানবের সাগরতীরে’ এমন এক নীড় তৈরি করা প্রয়োজন যেখানে  – ‘ নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়’। স্থানীয়রা রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জায়গাকে একদল নীতিভ্রষ্ট, দুর্নীতিগ্রস্ত নাগরিক তৈরির কারখানায় পরিনত করেছে।

আমার উপরোক্ত অভিমত আমি চিঠি লিখে প্রধান মন্ত্রী মোদিকে ও তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলিকে পাঠিয়েছিলাম কয়েক বছর আগে – বিদ্যুত বাবুর আগমনের আগে। আমি ঔ চিঠির উত্তর পাইনি – তবে সন্দেহ হচ্ছে যে ওটা হয়তো বা দিল্লির নজর এড়ায়নি এবং এই মতের আরও সমর্থকও হয়তো দিল্লি সরকারের সংস্পর্শে আছে।

বিদ্যুত বাবু এক অগ্রদূত মাত্র – তিনি নীতি নির্ধারক নন। যারা পাঁচিলে বসে বিদ্যুত বাবুকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে ব্যস্ত, তারা যদি সত্যিকারের শান্তিনিকেতন দূষক ও ধ্বংসকারীদের সনাক্ত করতে চায়, তবে হিল্লি দিল্লি করতে হবেনা – হাতের কাছের আয়নায় তাকালেই চলবে।

শান্তনু মিত্র – ২১-৩-২০২১।